• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাবার আসনে বসে তোপের মুখে ট্রাম্পকন্যা ইভাংকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ জুলাই ২০১৭, ১৩:৪৩

আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগে থেকেই বিভিন্ন কারণে-অকারণে সংবাদ শিরোনাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পরিবার। শনিবার জার্মানির হামবুর্গে জি-টোয়েন্টি সম্মেলনের শেষ দিনে ট্রাম্পকন্যা ইভাংকা ঘটালেন এক কাণ্ড।

সম্মেলনে একটি বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের মতো বিশ্বনেতাদের পাশে বাবার চেয়ারে বসেন ইভাংকা।

এ নিয়ে আবারো সমালোচনায় পড়তে হয়েছে ট্রাম্প পরিবারকে।

এর আগেও বারবার স্বজনপ্রীতির অভিযোগ ওঠে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। প্রেসিডেন্ট হবার পর হোয়াইট হাউসে বিভিন্ন পদে নিজের ঘনিষ্ঠদের বসিয়েছেন। তবে এবার কেবল ঘনিষ্ঠ পদ নয়, জি-টোয়েন্টি বৈঠকের মতো আন্তর্জাতিক সম্মেলনে খোদ প্রেসিডেন্টের চেয়ার অলঙ্কৃত করে বসলেন ট্রাম্প-কন্যা ইভাংকা।