• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কাতারে অবরোধ অব্যাহত রাখার সিদ্ধান্ত সৌদি জোটের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ জুলাই ২০১৭, ১১:০২

কাতারে অবরোধ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব ও তার উপসাগরীয় মিত্ররা। সৌদি জোটের চূড়ান্ত সময়সীমা প্রত্যাখ্যানের পর দেশটির বিরুদ্ধে এমন ব্যবস্থা নেন সৌদি, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা।

বুধবার কায়রোয় জরুরি বৈঠকে তাদের ১৩ দফা দাবির প্রতি নেতিবাচক জবাব দেয়ায় কাতারের প্রতি ক্ষুদ্ধ হন তারা।

পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, পরিস্থিতির গভীরতা ও শোচনীয় উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে কাতার। সময়মতো দেশটির বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

গেলো ৫ জুন দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে সর্বাত্মক অবরোধ আরোপ করে সৌদি জোট। অবরোধ প্রত্যাহারে দেয়া হয় ১৩ দফা শর্ত। দাবি প্রত্যাখানে অটল থেকে জবাব দিয়েছিলো কাতার।

দেশটির জবাব পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করাই ছিলো কায়রো বৈঠকের মূল এজেন্ডা।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh