• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কলম্বিয়ায় অস্ত্রবিরতির ঘোষণা ফার্কের

অনলাইন ডেস্ক
  ২৯ আগস্ট ২০১৬, ১১:৫০

কলম্বিয়ায় অস্ত্রবিরতি কার্যকরের ঘোষণা দিল বিদ্রোহী গোষ্ঠী ফার্ক (দ্য রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া)।

সোমবার মধ্যরাত থেকে এ অস্ত্রবিরতি কার্যকরের ঘোষণা দেন ফার্কের নেতা টিমোলিয়ন জিমেনেজ।

গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ফার্ক নেতা টিমোলিয়ন জিমেনেজ বলেন, সব কমান্ডার ও ইউনিটের প্রতিটি সদস্যকে সোমবার মধ্যরাত থেকে কলম্বিয়া সরকারের বিরুদ্ধে সব ধরনের হামলা বন্ধের জন্য অস্ত্রবিরতির নির্দেশ দিচ্ছি।

তিনি আরো বলেন, কলম্বিয়ার প্রেসিডেন্ট সেনাবাহিনীকে ফার্কের ওপর হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন। আমরাও আমাদের বাহিনীকে সরকারের বিরুদ্ধে হামলা বন্ধে নির্দেশ দিচ্ছি।

এ ঘোষণার মধ্য দিয়ে কলম্বিয়া সরকারের সঙ্গে ফার্কের প্রায় ৫২ বছর ধরে চলা লড়াইয়ের অবসান হচ্ছে। যদিও দু’পক্ষের মধ্যে চূড়ান্ত অস্ত্রবিরতি চুক্তি আগামি মাসের শেষ দিকে স্বাক্ষরিত হবার কথা রয়েছে।

এর আগে গেল বৃহস্পতিবার ফার্কের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধের জন্য সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেন সান্তোস।

কলম্বিয়া সরকারের সঙ্গে ফার্কের লড়াই শুরু হয়েছে ১৯৬৪ সালে। বিশ্বের অন্যতম দীর্ঘমেয়াদি এ লড়াইয়ে প্রায় ২ লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৭০ লাখ মানুষ।
এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh