• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

‘আল জাজিরা’ গুঁড়িয়ে দিতে বলেছিলেন যুবরাজ

অনলাইন ডেস্ক
  ২৯ জুন ২০১৭, ১১:৫৭

বোমা হামলা চালিয়ে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘আল জাজিরা’ গুঁড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছিলেন, সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

এ সংবাদমাধ্যমটিকে নিয়ে এমন চমকপ্রদ তথ্য ফাঁস করেছে উইকিলিকস।

আফগানিস্তানে মার্কিন আগ্রাসন চলাকালে চ্যানেলটির বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়ার আহ্বান জানান যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে সাড়া জাগানো বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকস’র এক নথিতে।

বুধবার এক প্রতিবেদনে এ খবর জানায় মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

এছাড়া, আফগানিস্তানে মার্কিন আগ্রাসন চলাকালে সাংবাদিকদের বর্জনেরও পরামর্শ দিয়েছিলেন আমিরাতের এই যুবরাজ।

এক্ষেত্রে তার যুক্তি ছিল, সংবাদমাধ্যমকে বর্জন করা হলে আফগানিস্তানে বেসামরিক হতাহতের খবর প্রকাশ পাবে না।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh