• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইংল্যান্ডে ঈদ জামাতের পর গাড়িচাপায় আহত ৭

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ জুন ২০১৭, ১৮:৫৪

ইংল্যান্ডের নিউক্যাসেল শহরে ঈদ জামাতের পর মুসলমানদের ভিড়ে গাড়ি উঠে পড়ায় ৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৪২ বছরের এক নারীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সময় সকাল ৯টা ১৪ মিনিটে ওয়েস্টগেট স্পোর্টস সেন্টারে জামাতটি শেষ হওয়ার পর পরই এ ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, গাড়িটি চালাচ্ছিলেন আটককৃত নারী। এটি কোনো সন্ত্রাসী হামলা কিনা তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্কাই নিউজ জানায়, ঈদের নামাজ আদায় করার পর কোলাকুলির সময় গাড়িটি ভিড়ের মধ্যে ঢুকে পড়লে মুসল্লিরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদের জামাত শেষে সবাই একে অপরের সঙ্গে কোলাকুলি করার সময় গাড়িটি অন্তত ১০ জনকে আঘাত করে।

নর্থইস্ট অ্যাম্বুলেন্স সার্ভিসের মুখপাত্র জানায়, আমরা ৭ জনকে হাসপাতালে নিয়েছিলাম, তাদের মধ্যে তিন শিশু রয়েছে।

ওয়াই/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদ ভবনে ঈদ জামাত অনুষ্ঠিত
ঢাকা রেলওয়ে স্টেশনে ঈদ জামাত অনুষ্ঠিত
ঈদ জামাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া
ঈদ জামাতের জন্য ২টি স্পেশাল ট্রেন
X
Fresh