• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পাকিস্তানের পাঞ্জাবে তেল ট্যাংকার বিস্ফোরণে নিহত ১২৮

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৫ জুন ২০১৭, ১১:১১

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর শহরের কাছে জাতীয় মহাসড়কে একটি তেল ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রেডিও পাকিস্তানের বরাত দিয়ে ডন জানায়, রোববার সকালে অতিরিক্ত গতির তেল ট্যাংকারটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এ সময় এটি ছিদ্র হয়ে গেলে আশপাশের শত শত মানুষ তেল সংগ্রহের জন্য ট্যাংকারটির আশপাশে ভিড় জমায়।

এ অবস্থায় ভয়াবহ বিস্ফোরণের ফলে গোটা ট্যাংকার ও এর পার্শ্ববর্তী এলাকায় আগুন ধরে যায়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পাঞ্জাব প্রদেশের জরুরি বিভাগের পরিচালক ড. রিজওয়ান নাসির জানিয়েছেন, এ ঘটনায় আহত অন্তত ৭৫ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ সরানোর কাজ করছেন। মারাত্মক অগ্নিদগ্ধ অনেক লাশ শনাক্ত করা সম্ভব হচ্ছে না বলে তিনি জানিয়েছেন। এ ঘটনায় বিস্ফোরণস্থলের কাছে পার্ক করা ছয়টি গাড়ি ও ১২টি মোটরসাইকেলও পুড়ে যায়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh