• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

মসুলের আল-নূরি মসজিদ গুঁড়িয়ে দিয়েছে আইএস! (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ জুন ২০১৭, ০৯:৪৯

ইরাকের দক্ষিণাঞ্চলীয় বিখ্যাত আল-নূরি মসজিদটি বোমা মেরে গুড়িয়ে দিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। এমন তথ্য দেশটির সরকারি বাহিনীর। তবে এ দাবি প্রত্যাখ্যান করে নিজেদের সংবাদমাধ্যম ‘আমাক’-এ এক বিবৃতিতে আইএস বলেছে, আমেরিকার বিমান হামলায় মসজিদটি ধ্বংস হয়েছে।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি জানান, মসজিদটি গুড়িয়ে দেয়া জঙ্গি গোষ্ঠীটির হেরে যাবার ইঙ্গিত।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আমেরিকা। ইরাকে দায়িত্বরত মার্কিন জেনারেল জোসেফ মার্টিন বলেন, এটা মসুল ও ইরাকের মানুষদের বিরুদ্ধে অনেক বড় অপরাধ। এর জন্য আইএস দায়ী।

ইরাকি সেনাবাহিনী জানায়, বুধবার অভিযান শেষ হবার পর আইএস জঙ্গিরাই ওই মসজিদ উড়িয়ে দেয়। ইরাকে থাকা এক ঊর্ধ্বতন মার্কিন কমান্ডার বলেন, ‘আমাদের ইরাকি নিরাপত্তা বাহিনীর অংশীদাররা যখন আল-নুরি মসজিদের কাছাকাছি ছিল, তখন ইরাকের এ বিখ্যাত সম্পদ ধ্বংস করে আইএস।’

এদিকে উপগ্রহ থেকে পাওয়া ছবিতে মসজিদটির বেশ ক্ষতিসাধন হবার চিত্র পাওয়া গেছে।

এর আগেও ইরাক ও সিরিয়ার অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে আইএস।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh