• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

সৌদির নতুন ক্রাউন প্রিন্সের নাম ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ জুন ২০১৭, ১০:১৬

সৌদি আরবের ক্রাউন প্রিন্সের মর্যাদা হারিয়েছেন মোহাম্মদ বিন নায়েফ বিন আবদুল আজিজ। তার স্থলাভিষিক্ত হচ্ছেন মোহাম্মদ বিন সালমান আল সৌদ। খবর আল-আরাবিয়ার।

সৌদি ভিত্তিক এ সংবাদ মাধ্যমটি জানায়, বাদশা সালমানের উত্তরাধিকার হিসেবে তার ছেলে মোহাম্মদ বিন সালমান আল সৌদের নাম ঘোষণা করা হয়েছে। ৩১ বছর বয়সী মোহাম্মদ বিন সালমান আগে উপ-ক্রাউন প্রিন্স হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার সকালে বাদশা সালমান বিন আবদুল আজিজ রাজকীয় ফরমান জারির মাধ্যমে এ ঘোষণা দেন।

ফরমানে বলা হয়, একই সঙ্গে মোহাম্মদ বিন সালমানকে দেশটির উপ-প্রধানমন্ত্রী করা হয়েছে, যে পদ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্বে।

বিশেষজ্ঞদের বরাতে বার্তা সংস্থা সিএনবিসি জানায়, বিন সালমান অন্যান্য সৌদি নেতাদের থেকে ভিন্ন। ঐতিহ্যবাহী পোষাকের পরিধান করেন তিনি। এছাড়া তরুণদের কাছেও বেশ জনপ্রিয় তিনি।

সৌদি আরবের সাকসেশন কমিটির ৪৩ সদস্যের মধ্যে ৩১ জন মোহাম্মদ বিন সালমানকে ক্রাউন প্রিন্স করার পক্ষে সমর্থন দিয়েছেন।

ওয়াই/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh