• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পর্তুগালে দাবানল, পানির ট্যাংকে ঢুকে বেঁচে গেলেন ১২ জন (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ জুন ২০১৭, ১৮:২৪

পর্তুগালে ভয়াবহতম দাবানলের সময় গেলো রোববার পানির ট্যাংকে আশ্রয় নিয়ে প্রাণে বেঁচে গেলেন ১২ জন।

ওই সময় তাদের পুরো গ্রাম আগুনে পুড়ছিল।

৯৫ বছরের এক বৃদ্ধাসহ ট্যাংকের ভেতরে ওই ১২ জন ছয় ঘণ্টারও বেশি সময় অবস্থান করেন।

পরে দমকল বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করেন।

ট্যাংকে অবস্থান নিয়ে বেঁচে যাওয়া একজন বলেন, ওভাবে না থাকলে আমরাও মারা যেতাম।

পর্তুগালের ওই দাবানলে নিহতের সংখ্যা ৬৩ জন।

তাদের মধ্যে অনেকেই মারা গেছেন গাড়ির মধ্যে বদ্ধ অবস্থায়। পালানোর চেষ্টা করছিলেন তারা।

পানির ট্যাংকটির বাড়ির মালিকের নাম মারিয়া দো সেও সিলভা। নোদেইরিনহো এলাকায় তিনি থাকেন।

দাবানলের কারণে রাজধানী লিসবনের উত্তরপূর্বে অবস্থিত বনাঞ্চলপূর্ণ পেদ্রোগাও গ্রান্দে এলাকাজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার।

পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তনিও কস্তা এ ঘটনাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচে’ বড় ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেছেন।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh