• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আমেরিকায় সেহরি করে ফেরার পথে কিশোরীকে অপহরণ করে হত্যা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ জুন ২০১৭, ০৯:৫৪

আমেরিকার ভার্জিনিয়ায় এক মুসলিম কিশোরীকে অপহরণ করে হত্যা করা হয়েছে। তার নাম নাব্রা হোসেইন, বয়স ১৭।

এ ঘটনায় জড়িত সন্দেহে ডারউইন মার্টিনেজ (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

পুলিশ জানিয়েছে, রোববার ভোরে নাব্রা তার বন্ধুদের নিয়ে ভার্জিনিয়ার ফেয়ারফেক্স নগরের দুলাস এরিয়া মুসলিম সোসাইটির মসজিদের কাছে একটি রেস্তোরাঁয় সেহরি খেয়ে হাঁটছিলেন। এসময় এক গাড়িচালকের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নাব্রা ও তার বন্ধুরা যে যার দিকে চলে যান। পরে নাব্রাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখে ভোরে মসজিদের পক্ষ থেকে পুলিশে খবর দেয়া হয়। এরপর ঘটনাস্থল থেকে তিন মাইল দূরের একটি পুকুর থেকে পুলিশ কিশোরীর মৃতদেহ খুঁজে পায়।

নাব্রার মা সাওসান গাজ্জান বলেন, ‘আমার মনে হয়, তার পোশাক পরার ধরনের সঙ্গে এ ঘটনার সম্পর্ক রয়েছে এবং আসল কথা সে মুসলিম।’

সি/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ইসরায়েলি ভাস্করের পুরস্কার নিয়ে গণহত্যাকে সমর্থন করেছেন ড. ইউনূস’
রোজায় বিনা পয়সায় যে হোটেল সেহরি-ইফতার করায়
সেহরিতে মসজিদের মাইকে অনবরত ডাকাডাকি, যা বললেন আহমাদুল্লাহ 
গাজায় গণহত্যা চলছেই, যুদ্ধবিরতির প্রস্তাব মানছে না ইসরায়েল
X
Fresh