• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

লন্ডনে মসজিদে হামলায় নিহত ব্যক্তি বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ জুন ২০১৭, ১৯:২৬

লন্ডনের একটি মসজিদের সামনে পথচারীদের ওপর গাড়ী হামলায় নিহত ব্যক্তি বাংলাদেশি বংশোদ্ভূত বলে খবর প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ।

সোমবার এ বিষয়ে পত্রিকাটি সংবাদ প্রকাশ করে।

রোববার তারাবির নামাজ শেষে শহরের ফিনসবেরি পার্কের কাছে সেভেন সিস্টার রোডে এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো অনেকে।

মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অপর সন্দেহভাজন দু’ব্যক্তিকে আটক করার চেষ্টা করছে পুলিশ।

ব্রিটেনের মুসলিম কাউন্সিল জানায়, স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে একটি ভ্যান ইচ্ছাকৃতভাবে মসজিদ সংলগ্ন এলাকায় মুসল্লিদের ধাক্কা দেয়। হামলায় এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন। আহত ৮ জনকে শনাক্ত করা গেছে। এরা সবাই তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন।

ঘটনাস্থল থেকে ৪৮ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গাড়ি থেকে এক সন্দেহভাজন হামলকারী চিৎকার করে বলছিল, ‘আমি সব মুসলিমকে হত্যা করতে চাই।’ সে কারণে মুসলিমদের প্রতি বিদ্বেষ থেকেই এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

লন্ডন পুলিশ জানায়, ক্ষতিগ্রস্তদের সংখ্যা বাড়াতে পারে। গোটা বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।

গেলো সপ্তাহেই লন্ডনে ২৭ তলা বিল্ডিং এ আগুন লাগে। সেখানে আক্রান্ত হয়েছেন বহু মানুষ। এখন আবার এই দুর্ঘটনায় আতঙ্ক বেড়েছে ।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
লন্ডনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নাট্যনির্মাতার মৃত্যু
লন্ডন-ঢাকা ফ্লাইটে আসন ফাঁকা নিয়ে ফেসবুক পোস্ট, প্রতিবাদ বিমানের
লন্ডনের পুলিশ স্টেশনে আগুন
X
Fresh