• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিজেপির রাষ্ট্রপতি প্রার্থী রামনাথ কোবিন্দ

অনলাইন ডেস্ক
  ১৯ জুন ২০১৭, ১৮:২৫

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষ থেকে ভারতের পরবর্তী রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে দলিত নেতা রামনাথ কোবিন্দের নাম ঘোষণা করা হয়েছে।

ক্ষমতাসীন বিজেপির কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ আজ সোমবার এ ঘোষণা দেন।

৭১ বছর বয়সী রামনাথ কোবিন্দ বিহারের রাজ্যপাল। এর আগে তিনি উত্তর প্রদেশ থেকে দুই বার রাজ্যসভার সদস্য নির্বাচিত হন।

রামনাথ কোবিন্দ সব সময় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ও দলিত শ্রেণির উন্নয়ন কাজ করেছেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে।

বিজেপির সংসদীয় বোর্ডের সভা শেষে জাতীয় গণতান্ত্রিক মোর্চার (এনডিএ) পক্ষে তার নাম ঘোষণা করেন অমিত শাহ।

অমিত শাহ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে বিজেপির রাষ্ট্রপতি প্রার্থীর নাম জানিয়েছেন। কংগ্রেস তাদের পক্ষ থেকে প্রার্থী দিতে পারেন অথবা বিজেপির প্রার্থীকেই সমর্থন করতে পারেন।

তিনি জানান, ২২ জুন বিরোধী দলগুলো বৈঠকে বসবে। সেখানেই তারা সিদ্ধান্ত নেবেন। এনডিএকে সমর্থন দেবেন নাকি প্রার্থী দেবেন।

রামনাথ কোবিন্দ ১৯৯৪-২০০৬ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন। ১৯৯৮-২০০২ সাল পর্যন্ত কোবিন্দ বিজেপির তফসিলি মোর্চার সর্বভারতীয় সভাপতি ছিলেন। ২০১৫ সালের ৮ আগস্ট তিনি বিহারের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন। তিনি পেশায় আইনজীবী। সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতেন।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh