• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচন : সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর দল (ভিডিও)

অনলাইন ডেস্ক
  ১৯ জুন ২০১৭, ১৪:৫৮

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ‘লা রিপাবলিক এন মার্চ’।

রোববার দ্বিতীয় দফা ভোটের পর প্রায় সব ভোট গণনায় দেখা যাচ্ছে, পার্লামেন্টের ৫ শ’৭৭টি আসনের মধ্যে ম্যাক্রোঁর দল ও তাদের মিত্ররা জিততে যাচ্ছে সাড়ে ৩শ’আসনে।

অপরদিকে, রক্ষণশীল রিপাবলিকান ও তাদের শরিকরা পাচ্ছে ১শ’ ২৫ থেকে ১শ’ ৩০টি আসন।

ফ্রাসোঁয়া ওঁলাদের সোশ্যালিস্টরা পেতে পারে ইতিহাসের সর্বনিম্ন ৪১ থেকে ৪৯টি আসন।

প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাক্রোঁর প্রতিদ্বন্দ্বী লি পেনের উগ্র-ডানপন্থী ন্যাশনাল ফ্রন্ট পাচ্ছে মাত্র ৮টি আসন। ম্যাক্রোঁর এই জয়ে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে মূলধারার রাজনৈতিক দশগুলো।

নিরঙ্কুশ এ জয়ে ইউরোপীয় ইউনিয়নপন্থী এবং ব্যবসাবান্ধব নীতি বাস্তবায়নের কর্তৃত্ব পেয়ে, সহজেই সংস্কার কাজে হাত দিতে পারবেন, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh