• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ফের এগিয়ে হিলারি

অনলাইন ডেস্ক
  ২৭ আগস্ট ২০১৬, ১৩:৩৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে আছেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন। নতুন জনমত জরিপে এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে এএফপি।

বৃহস্পতিবার কুইনিপিয়াক ইউনিভার্সিটির প্রকাশিত এ জরিপে দেখা যায়, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ৫১ শতাংশ ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ৪১ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছেন।

নতুন জরিপের ফলাফলে প্রথমবারের মত ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ৫০ শতাংশেরও বেশি ভোটারের সমর্থন লাভ করলেন হিলারি।

কুইনিপিয়াক ইউনিভার্সিটি পোলের সহকারি পরিচালক টিম মলয় বলেন, জনমত জরিপে হিলারি ট্রাম্পের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে রয়েছেন। এর অর্থ যত সময় যাচ্ছে ট্রাম্পের সমর্থন হ্রাস পাচ্ছে।

কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয় সারাদেশে দেড় হাজার ভোটারের ওপর এ জনমত জরিপ চালায়। গেল ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট এ জরিপ চালানো হয়।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh