• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

১৮০ বার হেরেও ভোটের রাজা পদ্মরাজন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ জুন ২০১৭, ১৫:৪৯

পদ্মরাজন । ৫৮ বছরের এ মানুষটি ভারতের তামিলনাড়ূর বাসিন্দা। সবচে’ মজার বিষয় হলো ভদ্রলোক এ পর্যন্ত ১৮০ বার ভোটে দাঁড়িয়েছেন আর হেরেছেন প্রতিবারই।

ভোটে এর আগে এপিজে আবদুল কালাম, প্রতিভা পাতিল ও প্রণব মুখার্জির বিরুদ্ধে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছেন। যথারীতি তা খারিজও হয়ে গেছে।

শুধু রাষ্ট্রপতি নির্বাচন নয়, লোকসভা ভোটে গুজরাটের বডোদরা থেকে নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়েছেন।

মনমোহন সিংহ কিংবা অটল বিহারি বাজপেয়িকেও ছাড়েননি রাজ্যসভায়।

আর জয়ললিতার বিরুদ্ধে তো বারবার লড়াইয়ে নেমেছেন তিনি। অধিকাংশ ক্ষেত্রেই হয় মনোনয়ন খারিজ কিংবা জামানত জব্দ হয়েছে।

এতো পরাজয়ের পরেও দুঃখ নেই পদ্মরাজনের। তিনি নিজেকে ভোটের রাজা বলে দাবি করেন। জিততে না পারলেও হেরে তো একটি রেকর্ড গড়েছেন।

এরইমধ্যেই লিমকা বুকস অব রেকর্ডে ঠাঁই হয়েছে তিনবার, সব থেকে 'অসফল' প্রার্থী হিসেবে।

তিনি আশা করছেন, একদিন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠে যাবে।

অষ্টম শ্রেণি পাস পদ্মরাজন নিজের নামের আগে লিখেন ডাক্তার। স্বঘোষিত এ ডাক্তার একসময় হোমিওপ্যাথিক চিকিৎসা করতেন। এখন তাও ছেড়ে দিয়েছেন।

এখন ভোট নিয়েই থাকেন তিনি। ভারতের এবার রাষ্ট্রপতি নির্বাচনে তফসিল ঘোষণার পর আধা ডজন মনোনয়ন জমা পড়েছে রিটার্নিং অফিসার লোকসভার সেক্রেটারি জেনারেলের কাছে। তার মধ্যে একটি পদ্মরাজনের।

দিল্লিতে বুধবার নিজের মনোনয়ন জমা দিয়ে পদ্মরাজন বললেন, নিজের পকেট থেকে ২৫ লাখ রুপি এ পর্যন্ত খুইয়েছি। এবারও রাষ্ট্রপতি ভোটে জিতব না জানি। তারপরও ৩০ বছর ধরে ভোটে লড়ছি। দেখাতে চাই, আমার মতো সাধারণ মানুষও ভোটে লড়তে পারে।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh