• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

তুরস্কে গাড়িবোমা হামলায় ৯ পুলিশ নিহত

অনলাইন ডেস্ক
  ২৬ আগস্ট ২০১৬, ১৪:০৫

তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর কিজরেতে পুলিশ কার্যালয়ের বাইরে গাড়িবোমা হামলায় ৯ পুলিশ নিহত ও ৬৪ জন আহত হবার খবর পাওয়া গেছে। শুক্রবার সকালে এ হামলার ঘটনা ঘটে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু জানায়, পুলিশ কার্যালয়ের ৫০ মিটার দূরে গাড়িবোমাটির বিস্ফোরণ ঘটে। এ গাড়িবোমা হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করেছে সরকার।

বোমা হামলায় পুলিশ কার্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তুরস্কের বিভিন্ন টেলিভিশনের প্রতিবেদনে দেখা যায়, ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে।

ঘটনার পর পরই হতাহতের বিস্তারিত তথ্য জানা না গেলেও টেলিভিশনের প্রতিবেদনে অনেক প্রাণহানির আশঙ্কা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

২০১৫ সালে অস্ত্রবিরতি ব্যর্থ হবার পর থেকেই পুলিশ পিকেকের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়। প্রায় প্রতিদিনই তুরস্কের নিরাপত্তা বাহিনীর ওপর পিকেকের হামলা হচ্ছে। এসব হামলায় এ পর্যন্ত কয়েকশ পুলিশ, সেনা ও সাধারণ মানুষ নিহত হয়েছেন।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh