• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

কাতারে ৫ বিমানে খাবার পাঠালো ইরান (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ জুন ২০১৭, ২১:৩০

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ায় কাতারকে ৫টি পণ্যবাহী বিমানে খাদ্যসামগ্রী পাঠিয়েছে ইরান।

আঞ্চলিক অবরোধে কাতারে খাদ্য সংকট দেখা দিলে এ পদক্ষেপ নেয় উপসাগরীয় প্রভাবশালী এ দেশটি।

এসবের মধ্যে ফল এবং শাক-সবজি জাতীয় পণ্য রয়েছে। প্রতিটি কার্গোতে প্রায় ৯০ টন করে খাদ্যসামগ্রী পাঠানো হয়।

শিগগিরই আরো পণ্যসামগ্রী নিয়ে যাবে আরেকটি কার্গো বিমান।

ইরানের রাষ্ট্রীয় বিমান সংস্থা-ইরান এয়ার জানায়, যতোক্ষণ চাহিদা থাকবে ততোক্ষণ খাদ্য সরবরাহ অব্যাহত থাকবে।

এছাড়াও সাড়ে তিনশো টন খাদ্যসামগ্রী নিয়ে শিগগিরই ইরানি বন্দর ছাড়ছে তিনটি জাহাজ।

এদিকে কাতারকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিয়েছে ইরান। প্রতিদিন ইরানের আকাশসীমায় উড়ছে কাতারের একশোটি ফ্লাইট।

গেলো সপ্তাহে সন্ত্রাসে মদদ দেয়ার অভিযোগ এনে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব।

এছাড়া বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, মিশর, লিবিয়া ও মালদ্বীপ কাতারের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে।

পরে বিমান, নৌ ও স্থলপথে কাতারের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেয় সৌদি আরব, বাহরাইন, মিশর ও আমিরাত।

দেশগুলোর দাবি, আল কায়দা ও আইএসের মতো জঙ্গি গোষ্ঠীদের মদদ দিচ্ছে কাতার।

শুধু তাই নয়, ইয়েমেনে হুথি জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি নেতৃত্বাধীন জোট থেকেও বাদ দেয়া হয়েছে কাতারকে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিল্লিকে বিধ্বস্ত করে কলকাতার হ্যাটট্রিক জয়
তাসনিয়া ফারিণের নামে মেয়ের নাম রেখেছেন কলকাতার ট্যাক্সিচালক
ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তি সইয়ের সম্ভাবনা
৪১২ রানের ম্যাচে হায়দ্রাবাদকে হারিয়ে শুভসূচনা কলকাতার
X
Fresh