• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

থেরেসাকে সমর্থন দিলো ডিইউপি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ জুন ২০১৭, ১১:৪৫

ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে’র কনজারভেটিভ পার্টিকে সমর্থনের ঘোষণা দিয়েছে ডেমোক্রেটিক ইউনিয়োনিস্ট পার্টি (ডিইউপি)। তবে ‘কনফিডেন্স অ্যান্ড সাপ্লাই’ নীতিতে তারা দলটিকে সমর্থন দেবে।

ডিইউপি জানায়, সরকার গঠনে কনজারভেটিভদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে দুই পক্ষের চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

এর আগে শনিবার বেলফাস্টে ডিইউপি’র সঙ্গে আলোচনার জন্য উত্তর আয়ারল্যান্ডে যান কনজারভেটিভদের চিপ হুইপ গেভিন ইউলিয়ামসন।

‘কনফিডেন্স অ্যান্ড সাপ্লাই’ নীতি আসলে পুরোপুরি কোন জোট সরকার নয়। বরং একটি চুক্তি।

এর মাধ্যমে বাজেটসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতে ছোট ছোট দলগুলো সরকারকে সমর্থন দেবে।

আসছে সপ্তাহে বিস্তারিত আলোচনার পর চুক্তি করবে ডিইউপি।

ওয়াই/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh