• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

মসজিদুল হারামে কাতারের মুসল্লিদের প্রবেশে বাধা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ জুন ২০১৭, ০৯:৫০

মধ্যপ্রাচ্যের কূটনৈতিক যুদ্ধে এবার ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য সৌদি আরবে মসজিদুল হারামে প্রবেশে বাধা এসেছে কাতারের পূণ্যার্থীদের ওপর।

কাতারের শীর্ষস্থানীয় পত্রিকা আল-শারক্ জানায়, দেশটির ন্যাশনাল কমিশন ফর হিউম্যান রাইটসের কাছে এমন অভিযোগ করেছে কাতারের এক নাগরিক।

এ ঘটনাকে মানবাধিকারের লজ্জাজনক লঙ্ঘন বলে উল্লেখ করেছেন দেশটির কমিশন প্রধান।

কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলছে, কূটনৈতিক টানাপড়েনের জেরে সম্পর্ক ছিন্নকারী দেশগুলোর নাগরিকদের বের করে দেয়া হবে না।

এক বিবৃতিতে এমনটি জানিয়েছে, কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মধ্যপ্রাচ্যের কূটনৈতিক যুদ্ধকে আরবভূক্ত দেশগুলোর অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেছেন হামাসের সিনিয়র নেতা মুসা আবু মারজুক।

এদিকে হামাসকে বৈধ প্রতিরোধ গোষ্ঠী হিসেবে উল্লেখ করে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, হামাসকে সমর্থন নয়, ফিলিস্তিন জনগণের পক্ষে আছে তার দেশ।

ওয়াই/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র থেকে আরও ১৩০ কোটি ডলারের অস্ত্র কিনছে ইসরায়েল
‘ইহুদিদের ধর্মীয় উৎসব শেষ হওয়ার আগে ইরানে হামলা করবে না ইসরায়েল’
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা, জাতিসংঘের সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আমদানিতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে : বাণিজ্য প্রতিমন্ত্রী
X
Fresh