• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বৈরিতার মাঝে উষ্ণ সম্পর্ক

আরটিভি অনলাইন ডেস্ক

  ১০ জুন ২০১৭, ১০:২৪

চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের মধ্যে অনেকদিন ধরেই সম্পর্ক ভালো যাচ্ছে না। দুই দেশের সীমান্তে প্রায়ই গুলি বর্ষণের ঘটনা ঘটছে। প্রাণহানিও ঘটে নিয়মিতই।

এ অবস্থায় দুই দেশের দুই প্রধানমন্ত্রী মুখোমুখি হলে পরিস্থিতি কী হয় তা নিয়ে বিস্তর জল্পনাই ছিল।

কিন্তু এক বিশেষ অপেরা শো'তে মোদি-নওয়াজের দেখা হলো একেবারেই অন্য মেজাজে। দেখা হতেই করমর্দন করেন তারা। হাসিমুখে শুরু করেন কুশল বিনিময়।

বৃহস্পতিবার সন্ধ্যায় কাজাখস্তানের রাজধানী আস্তানায় এ ঘটনা ঘটে।

সেখানে সাংহাই সহযোগী সম্মেলনে (‌‌এসসিও) যোগ দিতে গিয়েছিলেন তারা।

এ উপলক্ষে রাষ্ট্রনেতাদের জন্য বিশেষ অপেরার আয়োজন করেন কাজাখ প্রেসিডেন্ট নূরসুলতান নজরবায়েভ।

ভারত-পাকিস্তানের মাঝে দীর্ঘ বৈরিতা সাম্প্রতিক সময়ে আরও তিক্ততায় বাড়িয়েছে। তবে মোদি-নওয়াজের মধ্যে এর ছাপ দেখা যায় না তেমন।

মে মাসে লন্ডনে গিয়ে হৃদযন্ত্রে অস্ত্রোপচার করান শরীফ। ওই সময় টুইটারে তার জন্য শুভকামনা জানান মোদি।

এর একমাস পর আস্তানায় দেখা হয় দু‌জনের। শুরুতেই শরীফের স্বাস্থ্যের খোঁজ খবর নেন মোদি।

শরীফের মা ও পরিবারের বাকি সদস্যরা কেমন আছেন তাও জানতে চান তিনি।

বেশ কয়েক মিনিট ধরে কথা বলার পর নিজেদের আসনে বসে অপেরা উপভোগ করেন তারা।

২০১৪ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে জোর দেন মোদি।

২০১৫ সালের ২৫ ডিসেম্বর কাবুল থেকে দেশের ফেরার পথে হঠাৎ করেই লাহোর সফর করেন মোদি। প্রধানমন্ত্রী নওয়াজের বাড়িতে গিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh