• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পদত্যাগ করবেন না থেরেসা মে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ জুন ২০১৭, ১৪:১৭

ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে’র রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টি ব্রিটিশ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলেও প্রধানমন্ত্রীর পদ ছাড়ার কোন ইচ্ছা নেই বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার নির্বাচনের ফলাফল মোটামুটি নিশ্চিত হয়ে যাবার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

ফলাফল থেকে দেখা যাচ্ছে, যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। তারপরও তারা সব থেকে বড় পার্টি হিসেবে বিবেচিত হবে।

এখন পর্যন্ত ৬৩৪টি আসনের ফল জানা গেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩০৯ আসন, লেবার পার্টি ২৫৮ আসন, এসএনপি ৩৪, দ লিব ডেম পেয়েছে ১২ ও অন্যান্য দল পেয়েছে ২১ আসন।

পার্লামেন্টের নিম্ন কক্ষ হাউস অব কমনসের মোট আসন ৬৫০টি। কোন দল সরকার গঠন করতে চাইলে এককভাবে ৩২৬ আসন পেতে হবে। তবেই মিলবে সংখ্যাগরিষ্ঠতা। এখন পর্যন্ত যে ফলাফল তার উপর ভিত্তি করে বলা হচ্ছে যে এবারের নির্বাচনের ফলে দেশটিতে কোন দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না। ফলে তাদের পার্লামেন্টের অবস্থা হবে ‘ঝুলন্ত’।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরু হয়েছিল।এখনও ফলাফল ঘোষণা করা হচ্ছে।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh