• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দ্বিতীয় মেয়াদে বঙ্গবন্ধু নাতনি বিজয়ী

আরটিভি আনলাইন রিপোর্ট

  ০৯ জুন ২০১৭, ১০:২৬

বৃটেনের আগাম নির্বাচনে ফের দ্বিতীয় মেয়াদে সাংসদ নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। লেবার দলের সমর্থন নিয়ে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন থেকে বিজয়ী হয়েছেন তিনি।

কনজারভেটিভ প্রার্থী ক্লেয়ার লুইচ লিল্যান্ড থেকে ১৫ হাজার ৫শ’৬০ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু নাতনি। টিউলিপ পেয়েছেন ৩৪ হাজার ৪শ’ ৬৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী ক্লেয়ার পেয়েছেন ১৮ হাজার ৯শ’ ৪ ভোট।

যদিও ২০১৫ সালের ভোটে মাত্র ১ হাজার ১শ’ ৩৮ ভোট বেশি পেয়ে প্রথমবারের মত সাংসদ নির্বাচিত হয়েছিলেন বঙ্গবন্ধুর দৌহিত্র। এবার সে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫শ’ ৬০ ভোট।

টিউলিপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে। হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নের আসনটি দীর্ঘদিন ধরে লেবারদের নিয়ন্ত্রণে। এটি সব সময় তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

এবারের আগাম ভোটে কনজারভেটিভ দলের প্রার্থী ক্লেয়ার লুইচ লিল্যান্ডকে সমর্থন দিয়ে ডানপন্থী ইউকে ইন্ডিপেনডেন্ট পার্টি এই আসনে কোনো প্রার্থী দেয়নি। কিন্তু তাতেও আসনটি নিজেদের করে নিতে পারেনি জেরেমি করবিনের দল।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh