• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ফের নির্বাচিত রূপা হক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ জুন ২০১৭, ০৮:৪৬

ব্রিটিশ পার্লামেন্টের আগাম নির্বাচনে লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে দ্বিতীয় মেয়াদে ফের ব্রিটিশ পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। কনজারভেটিব প্রার্থীর চেয়ে ১৩ হাজার ৮শ’৭ ভোট বেশি পেয়ে বিজয়ী হলেন তিনি।

লেবার দলীয় বাংলাদেশি প্রার্থী রূপা হক পেয়েছেন ৩৩ হাজার ৩৭। অন্যদিকে কনজারভেটিভ দলের প্রার্থী জয় মোরিসির পেয়েছেন ১৯ হাজার ২শ’ ৩০ ভোট।

২০১৫ সালের বৃটেনের নির্বাচনে প্রথমবারের মত সাংসদ নির্বাচন হন রূপা হক। কিন্তু বেক্সিটে থাকা না থাকার গণভোটে হেরে যাওয়ায় পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্রেমেরুন। এরপরই প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়া থেরেসা মে হঠাৎ করে মধ্যবর্তী নির্বাচন ঘোষণা দেয়ায় নিজের আসন ধরে রাখার লড়াইয়ে নামেন রূপা।

বাংলাদেশের পাবনার মেয়ে রূপা কিংসটন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের সিনিয়র শিক্ষক রূপার জন্ম লন্ডনে। এবারের ভোটে ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত অপর দু’এমপি রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক।

রুশনারা আলী বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন ধরে রাখতে লড়ছেন। রুশনারা ২০১০ সালে প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হয়েছিলেন। তিনি আসনটি তৃতীয় মেয়াদে ধরে রাখার জন্য লড়ে যাচ্ছেন। অন্যদিকে টিউলিপ দ্বিতীয় মেয়াদে আসন ধরে রাখার জন্য লড়ছেন।

এইচটি/এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh