• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ব্রিটেনের নির্বাচনে আজ মুখোমুখি থেরেসা মে-করবিন (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ জুন ২০১৭, ০৮:২৮

আজ বৃহস্পতিবার ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচন। এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর প্রচার কার্যক্রম শেষ হয়েছে। কনজারভেটিভ, লেবার পার্টিসহ প্রধান দলগুলো ভোটারদের কাছে তাদের দলের পরিকল্পনার কথা তুলে ধরে ভোট চেয়ে কয়েক সপ্তাহজুড়ে ব্যস্ত সময় পার করেছেন।

ম্যানচেস্টার ও লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলার ঘটনায় নির্বাচনী প্রচারে কিছুটা ছেদ পড়ে। দুটি হামলার পর শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারে নিরাপত্তা ইস্যুই প্রাধান্য পেয়েছে।

তবে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সামগ্রিক বিচারে ব্রেক্সিট, জাতীয় স্বাস্থ্য নীতিমালা, মানবাধিকার আইনসহ মূল দাবিগুলোকেই প্রচারের আলোতে এনেছেন প্রধান দু’দলের কাণ্ডারি তেরেসা মে ও জেরমি করবিন।

এটি গণতন্ত্রকে সূতিকাগার ব্রিটেনের ৫৭তম সাধারণ নির্বাচন। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সাল থেকে আধুনিক ব্রিটেনে এটি ১৯তম পার্লামেন্ট নির্বাচন। ৫ বছর পরপর মে মাসের প্রথম সপ্তাহে নির্বাচনটি হয়ে থাকে। যুগ যুগ ধরে এ চল মেনে আসছে ব্রিটিশ নাগরিকরা। ১৯৭৪ সালে একই বছর দু’বার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সংসদে সংখ্যাগরিষ্ঠতার সংকটে পড়লে ওই বছর ফেব্রুয়ারি এবং অক্টোবরে দু’দফা নির্বাচন করতে হয়েছিল। নির্বাচন কমিশন অতীতের সব ধারাবাহিকতা বজায় রেখে শান্তিপূর্ণভাবে বিশ্বের সবচেয়ে কার্যকর গণতান্ত্রিক এ দেশে নির্বাচন পরিচালনা করতে বরাবরের মতো এবারও প্রস্তুত।

এবারের নির্বাচনটি নিয়ম অনুযায়ী ২০২০ সালে হবার কথা ছিল। কিন্তু ব্রেক্সিট (ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে আসা) বাস্তবায়ন প্রশ্নে নিজের ক্ষমতা আরও নিরঙ্কুশ করতে প্রধানমন্ত্রী তেরেসা মে হুট করেই মধ্যবর্তী নির্বাচন ঘোষণা দেন।

আজ বৃহস্পতিবার হাউস অব কমন্সের ৬৫০টি আসনে ভোট হবে। অধিকাংশ প্রার্থীই সাতটি রাজনৈতিক দলের। তবে কয়েকজন স্বতন্ত্র হিসেবেও লড়ছেন।

ব্রিটেনের রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ও প্রধান বিরোধী দল লেবার পার্টির মধ্যেই। লিবারেল ডেমোক্রেটিক পার্টি, ইউকে ইনডিপেনডেন্ট পার্টি, গ্রিন পার্টি, স্কটিশ ন্যাশনাল পার্টি-এসএনপি, পেইড কামরু পার্টিও লড়ছে। এর বাইরেও কিছু ছোট ছোট দল থেকে কয়েকজন প্রার্থী হয়েছেন। এবারের নির্বাচনে ৩ হাজার তিনশ’ চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গেলো পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ছিলেন তিন হাজার নয়শ ৬৮ জন।

গেলো ২ জুন ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা দ্য ডেইলি টেলিগ্রাফের সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে, ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টির মধ্যে ব্যবধান কমে এসেছে।
কনজারভেটিভ পার্টির সমর্থন ৫৩ শতাংশ, লেবার পার্টির ৪৭ শতাংশ।

ডেইলি টেলিগ্রাফের মতে, কনজারভেটিভ ৩১০টি আর লেবার পার্টি ২৫৭টি আসন পেতে পারে। তাদের হিসাবে এবারও কোনো রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার সম্ভাবনা রয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য ৩২৬টি আসনের দরকার। অন্যান্য জনমত জরিপেও এখন পর্যন্ত কনজারভেটিভ পার্টি কিছুটা এগিয়ে। যদিও ব্যবধান অনেকটাই কমে এসেছে। নির্বাচনী প্রচারের শুরুর দিকে লেবার পার্টি অনেক পিছিয়ে ছিল।

সম্প্রতি কয়েকটি সন্ত্রাসী ঘটনায় লেবার পার্টির জনমত বেড়েছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh