• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইতালিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৪৭

অনলাইন ডেস্ক
  ২৫ আগস্ট ২০১৬, ১০:১৭

ইতালির মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৭। আহত ৩৮৬ জন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তুপের নিচে আটকে আছে বলে ধারণা করা হচ্ছে।

মৃতের সংখ্যা সবচেয়ে বেশি আত্রামিসে। এ শহরে অন্তত ৮৬ জন মারা গেছে। ধ্বংসস্তুপে চাপা পড়ে থাকায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

চাপা পড়াদের জীবিত উদ্ধারে আমব্রিয়া, লাৎজিও এবং মার্কে প্রদেশে ভারি যন্ত্রপাতি নিয়ে অভিযান চালিয়ে যাচ্ছেন সাড়ে চার হাজার উদ্ধারকর্মী। স্বেচ্ছাসেবক ও সিভিল ডিফেন্সের পাশাপাশি উদ্ধারে এগিয়ে এসেছে সেনাবাহিনীও। তবে সড়ক ও বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।

ভূমিকম্পে ঐতিহাসিক আমাত্রিস শহরের তিন চতুর্থাংশ এলাকাই ধসে পড়েছে বলে জানিয়েছেন মেয়র সার্জিও পেরোজ্জি। ধ্বংস হওয়া আরেকটি শহর আকুমোলিতে কাউকে জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিয়েছে কর্তৃপক্ষ।

দুর্গতদের জন্য ত্রাণ ও আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বুধবার ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে দেশটির পাহাড়ি এলাকায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়।


উল্লেখ্য ইতালিতে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল ২০০৯ সালে। যাতে তিন শতাধিক মানুষ মারা যায়। এছাড়াও ২০১২ সালে নয় দিনের ব্যবধানে দুটি ভূমিকম্পে ২০ জনের বেশি নিহত হয়েছিল।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh