• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মধ্যপ্রাচ্যে ঐক্যের ডাক দিতে সৌদির প্রতি ট্রাম্পের আহ্বান (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ জুন ২০১৭, ১০:২১
সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরে বাদশাহ সালমানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প

মধ্যপ্রাচ্যে আরব ঐক্যের ডাক দিতে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আরব ঐক্য গুরুত্বপূর্ণ বলে টেলিফোনে সৌদি বাদশাহকে জানান ট্রাম্প।

কাতারের বিরুদ্ধে জঙ্গিবাদে মদদ দেওয়া নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এ আহ্বান জানালেন তিনি।

এর আগে, এক টুইটবার্তায় কাতারের সঙ্গে সাতটি মুসলিম দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করাকে নিজের কৃতিত্ব বলে দাবি করেন ট্রাম্প।

তিনি বলেন, উগ্রবাদী কর্মকাণ্ডে অর্থায়নের বিরুদ্ধে আরব দেশগুলোর কঠোর এ পদক্ষেপ বিভৎস সন্ত্রাসবাদ সমাপ্তির সূচনালগ্ন।

সম্প্রতি সৌদি আরব সফরেই সন্ত্রাসবাদে মদদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি, যার সফলতা আসতে শুরু করেছে।

মধ্যপ্রাচ্যে কাতারকে একঘরে করাকে জঙ্গিবাদ দমনে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন ট্রাম্প।

এদিকে সাত দেশের পর এবার কাতারের সঙ্গে সম্পর্ক কাঁটছাট করছে জর্ডান। তবে দুর্দিনে কাতারের পাশে থাকছে তুরস্ক ও ইরান।

ওয়াই/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh