• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গান্ধীর চশমা, বারবার চুরি করে কারা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ জুন ২০১৭, ১৯:২২

মহাত্মা গান্ধীর চশমা চুরি হয়েছে ন’বার! বিষয়টি আপনার কাছে বিস্ময়ের কারণ হলেও এমনটি ঘটেছে। আর অন্যদিকে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের চশমা খোয়া গিয়েছে ছ’বার। সেই চশমা বানাতে বানাতে ক্লান্ত ব্যারাকপুর পৌরসভা।

ব্যারাকপুর হেরিটেজ শহর। মোড়ে মোড়ে মণীষীদের মূর্তি। কোনটা ব্রোঞ্জ, কোনটা গ্র্যানাইট, কোনটা আবার পাথরের। সেই মূর্তি নিয়েও বিপাকে পড়েছে ব্যারাকপুর পৌরসভা। তিন বছরের মধ্যে ছ’বার রাষ্ট্রগুরুর চশমা এবং ন’বার গান্ধীর চশমাও চুরি হয়েছে। তাও আবার ব্যারাকপুরে জমজমাট জায়গা রেলস্টেশন আর বাস স্ট্যান্ডের মাঝে আইল্যান্ড থেকে আর অন্যটি চিড়িয়ামোড় থেকে।

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাড়ি ব্যারাকপুরেই। মহাত্মা গান্ধীর একাধিক বার এ শহরে এসেছেন। দু’জনের মূর্তিই ঘটা করে বসানোর পরে পুরসভা নিয়মিত পরিস্কার করায়। প্রথমে দু’বার চশমা চুরি হবার পরে ব্রোঞ্জের চশমাই করানো হয়েছিল। কিন্তু এমন নাছোড়বান্দা চুরি দেখে লোহার পাত দিয়ে পুরনো দিনের চশমার ফ্রেম বানিয়ে লাগানো হয়েছে। তাও চুরি হয়ে যাওয়ায় গেলো মঙ্গলবার ব্যারাকপুরে মুখ্যমন্ত্রী আসার আগে লোহার তারের চশমা লাগানো হয়েছে।

ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেন, ‘চশমা চোরেরা আসলে নেশার জিনিস জোগাতে এ কাজ করছে। এরা স্টেশন চত্বরেই থাকে। বেশি রাতে সুযোগ বুঝে মূর্তির গা বেয়েই উঠে চুরি করে।’

তিনি আরো জানান, গান্ধীর হাতের লাঠিটিও দু’-এক বার নেয়ার চেষ্টা করেছে চোরেরা। কিন্তু সফল হয়নি। এ দিকে যে দু’টি মূর্তি থেকে বারবার চশমা চুরি হচ্ছে, সে দু’টির খুব কাছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সদর কার্যালয়ের দু’টি দফতর আছে।

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক কর্তা বলেন, ‘এবার দেখছি মূর্তির চোখে চশমা টিকিয়ে রাখতে নাইট ভিশন সিসি ক্যামেরা বসাতে হবে। এমনিতে তো এ এলাকায় রাত পাহারা থাকেই। কিন্তু পাহারাদারেরা ঘুরে ঘুরে টহল দেন। সেই ফাঁকে কেউ চুরি করে নিচ্ছে।’

চশমার পিছনে এরইমধ্যে পৌরসভা বেশ কিছু টাকা খরচ করেছে। পৌরপ্রধান বলেন, ‘টাকা খরচ হয়েছে ঠিকই, চশমা পরাতে পরাতে আমরাও ক্লান্ত। কিন্তু লজ্জার বিষয় এটাই, ব্যারাকপুর শহরে এত বার চুরি হচ্ছে। এটা বন্ধ করতেই হবে।’

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh