• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

১৮ বার গর্ভপাতের পর ছেলে সন্তানের জন্ম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ জুন ২০১৭, ১৩:৫০

২০ বছরে ১৮ বার গর্ভপাত বা মিসক্যারেজের পরও সুস্থ ছেলে সন্তানের জন্ম দিলেন ভারতের এক নারী।

বারবার গর্ভপাত হলেও কিছুতেই হাল ছাড়েননি আগ্রার বারহান গ্রামের রজনী। আর তার এ শিশুর জন্ম দিতেই , গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম দেয়ার পরিকল্পনা রয়েছে।

৩৮ বছর বয়সী রজনী আগ্রার এক বেসররকারি হাসপাতালে ল্যাপ্রোস্কপি অপরেশনের মাধ্যমে জন্ম দেন সন্তানের।

তার স্বামী প্রেম কুমার বলেন, কোন উপায় না পেয়ে চিকিৎসক ড. অমিত ট্যান্ডন ও আইভিএফ বিশেষজ্ঞ ডাক্তার বৈশালী দম্পতির কাছে শরণাপন্ন হই।

বহু নারী বার বার গর্ভপাতের ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তাদের কাছে এ ঘটনা হয়তো আশার নতুন দিক উন্মোচন করতে পারে।

ডা. ট্যান্ডন জানিয়েছেন, প্রতি বারই গর্ভধারণের ৫-৬ মাসের মাথায় সন্তান হারাচ্ছিলেন রজনী। তার ইনকম্পিটেন্ট সার্ভিক্সেরের সমস্যা ছিলো। এর মানে হচ্ছে ইউটেরাসের মুখ অত্যন্ত দুর্বল হওয়ায় তা ভ্রুণ ধরে রাখতে পারছিল না। তারপর তার গর্ভবতী হওয়ার ৩ মাস অবস্থায়, স্টিচ করা হয় সার্ভিক্সে। এরপরই আসে সাফল্য।

তিনি জানান, মা ও শিশু দু’জনেই সুস্থ। এমন ঘটনা কার্যত ‘মির‌্যাকল’।

ওয়াই/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh