• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আয়ারল্যান্ডে প্রথম সমকামী প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ জুন ২০১৭, ১১:০৮

আয়ারল্যান্ডের প্রথম সমকামী প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত লিও ভারাদকার। তিনি দেশটির সবচে’ কম বয়সী প্রধানমন্ত্রীও হতে যাচ্ছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, নির্বাচনে ফাইন গেইল পার্টির নেতা নির্বাচিত হয়েছেন তিনি। আসছে ১৩ জুন দেশটির পার্লামেন্টের অধিবেশন বসবে। ওইদিনই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ পাচ্ছেন তিনি।

৩৮ বছর বয়সী লিও একজন ভারতীয় অভিবাসীর পুত্র। বর্তমান প্রধানমন্ত্রী এন্ডা কেনিকে সরিয়ে তিনি স্থলাভিষিক্ত হবেন।

প্রথমবারের মতো নির্বাচিত হয়ে শুক্রবার প্রতিক্রিয়ায় তিনি বলেন, এ নির্বাচনে প্রমাণ হলো, পক্ষপাতিত্ব এই প্রজাতন্ত্রের ওপর কোনো প্রভাব রাখে না।

তিনি বলেন ‘আমার বাবা যখন ৫ হাজার মাইল পাড়ি দিয়ে এদেশে আসেন, তিনি কল্পনাও করেননি তার ছেলে একদিনে এদেশের নেতা হবে।

আয়ারল্যান্ডে গেলো দুই দশকে যে সামাজিক পরিবর্তন এসেছে তা উল্লেখযোগ্য। ১৯৯৩ সালে এই দেশ সমকামিতা নিয়ে কড়া অবস্থান নিয়েছিল।

অথচ ২০১৫ সালে বিশ্বের প্রথম দেশ হিসাবে সমকামী বিবাহকে স্বীকৃতি দেয়। এবার আরও একবার দৃষ্টান্ত স্থাপন করল আয়ারল্যান্ড।

লিও ভারাদকর ও তার বাবা অশোক ভারাদকর দুজনেই চিকিৎসক। অশোক মুম্বইয়ে জন্মেছেন। স্ত্রী মিরিয়ামের সঙ্গে সত্তরের দশকে ইংল্যান্ডে দেখা হয়। তারপর তিনি পাকাপাকিভাবে আয়ারল্যান্ডে চলে যান। সেখানেই লিও’র জন্ম হয়।

ওয়াই/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh