• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সন্ত্রাসবাদে ভারতের পাশে থাকার আশ্বাস রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ জুন ২০১৭, ১১:০০

স্পেনের পর এবার রাশিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি।

বৈঠকে দু’দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে একগুচ্ছ চুক্তি সই হয়েছে। এর মধ্যে অন্যতম তামিলনাড়ুতে দেশের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্র কুদানকুলামের শেষ দুটি চুল্লি নির্মাণে মস্কোর সহযোগিতা। এ চুক্তি সই, রুশ-ভারত দ্বিপাক্ষিক সমর্কের সবচেয়ে বড় সাফল্য বলে মত বিশেষজ্ঞদের।

শুক্রবার সেন্ট পিটার্সবার্গের আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বিশেষ অতিথি হবেন নরেন্দ্র মোদি। এ সম্মেলনে অংশ নেবেন দেশের প্রায় ৬০জন শীর্ষ শিল্পপতি।

ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্কে আস্থার ভিত আগের মতোই অটল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আশ্বাস দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সন্ত্রাসের সঙ্গে যুদ্ধে ভারতের পাশেই চিরকাল থাকবে রাশিয়া।

পাকিস্তানের যাবতীয় কূটনীতিতে বানচাল করে ফের আশ্বাস দিলেন পুতিন। রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। তা নিয়ে উদ্বিগ্ন ভারত। যদিও পুতিন আশ্বাস দিয়েছেন ভারতের সঙ্গে রাশিয়ার সামরিক সম্পর্ক যতটা গভীর, ততটা আর কারও সঙ্গে নয়।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh