• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কানাডায় ৮ বৃদ্ধকে খুনের দায় স্বীকার করলেন নার্স এলিজাবেথ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ জুন ২০১৭, ১০:০৯

কানাডার ওনটারিও প্রদেশে এলিজাবেথ তেরেসি পেশায় নার্স। বৃদ্ধদের সেবাযত্ন করাই ছিল তার কাজ। তবে এ কাজ করতে গিয়ে যা ঘটিয়েছেন তা লোমহর্ষক। একে একে খুন করেছেন ৮ জন বৃদ্ধ মানুষকে।

বৃহস্পতিবার দেশটির একটি আদালতে নিজের খুনের দায় স্বীকার করলেন নার্স এলিজাবেথ তেরেসি।

৪৯ বছরের ওই নার্স একটি বৃদ্ধাশ্রমে কাজ করতেন। তিনি যাদের খুন করেছেন তাদের প্রত্যেকের বয়স ৭৫ থেকে ৯৬ বছরের মধ্যে।

পুলিশ জানায়, নিহতদের সবাইকে ঠান্ডা মাথায় হত্যা করেন এলিজাবেথ।

নার্সের দায়িত্ব পালনকালে একজন বাদে প্রত্যেককেই অতিমাত্রায় ওষুধ দিয়ে হত্যা করেন তিনি। তদন্তের ভিত্তিতে পুলিশ জানায়, নিহতদের মধ্যে ৫ জনই ছিলেন বৃদ্ধা। বাকি ৩ জন বৃদ্ধ ছিলেন। এরা প্রত্যেকেই উডস্টকের কেরাসেন্ট কেয়ার এবং ওনটারিও’র মেডো পার্ক নামক বৃদ্ধাশ্রমে ভর্তি ছিলেন।

উডস্টকের পুলিশ প্রধান জানান, এলিজাবেথ হত্যার উদ্দেশ্যে সব সময় অতিরিক্ত ওষুধ মজুত রাখতেন। যারা খুন হয়েছেন তাদের শরীরেও অতিমাত্রায় ওষুধের প্রমাণ পাওয়া যায়।

এলিজাবেথ ওই ৮ জনকেই শুধু হত্যা করেছিলেন কিনা সে বিষয়টিও তদন্তে নিশ্চিত হওয়া গেছে বলে জানান রেনটন। খুনগুলো ২০০৭ সাল থেকে ২০১৬ সালের মধ্যে ঘটে।

নার্স হিসেবে এলিজাবেথ ১৯৯৫ সালে তালিকাভুক্ত হন। বৃদ্ধাশ্রমে দীর্ঘদিন ধরে তিনি কাজ করেছেন। কিছু দিন আগে অর্থাৎ গেলো বছরের ৩০ সেপ্টেম্বর তিনি অবসরে যান।

এ মাসের শেষে এলিজাবেথের শাস্তি শুনাবেন দেশটির আদালত।

এপি / জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh