• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ধূমপায়ী খরগোশ !

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ মে ২০১৭, ১২:১৮

ধূমপায়ী খরগোশ। বিষয়টি আপনাকে বিস্মিত করলেও এমনটি ধরা পড়েছে আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দরের বাইরে এক পর্যটকের ক্যামেরায়। এরপর বিষয়টি ইন্টারনেট দুনিয়া লুপে নেয়। যথারীতি ভাইরাল।

আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দরের বাইরে এক পর্যটকের ক্যামেরায় ধরা পড়েছে ধূমপান করছে খরগোশ। লুইস এচাসোন নামের ঐ স্কটিশ ভদ্রমহিলা বিমানবন্দরের বাইরে দিয়ে হাঁটার সময় হঠাৎ খরগোশের মুখে সিগারেট দেখে সঙ্গে সঙ্গে তা ক্যামেরাবন্দি করেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমের বন্ধুদের সঙ্গে শেয়ার করার লোভ সামলাতে পারেননি লুইস। টুইটারে দেয়ার পর ঘটনাটি রীতিমতো ভাইরাল হয়ে যায়।

তবে ডাবলিন এয়ারপোর্টের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে ঘটনাটি ব্যাখ্যা করে বলা হয়েছে, খরগোশ সিগারেট খাওয়ার বিষয়টি মোটেও যৌক্তিক কোনো ব্যাপার না।খরগোশ মুখের সামনে থাকা সাদা বস্তুটি প্রকৃতপক্ষে খরগোশ বেড়ে যাওয়া দাঁত।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh