• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

গোহত্যা ইস্যুতে তোলপাড় ভারতে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ মে ২০১৭, ০৯:৪৭

ভারতে গোহত্যা নিষিদ্ধ ইস্যুতে তোলপাড় কেন্দ্র ও রাজ্য সরকারে। জবাইয়ের জন্য গরু মহিষ বিক্রি নিষিদ্ধে দেশটির কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করছে, ছয়টি রাজ্য সরকার।

দক্ষিণের রাজ্য কেরালার পর এবার আওয়াজ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে ‘খামখেয়ালী’ উল্লেখ করে তা না মানার ঘোষণা দিয়েছেন তিনি।

এছাড়া এই নিষেধাজ্ঞাকে ‘অগণতান্ত্রিক ও অসাংবিধানিক’ বলে বর্ণনা করেছেন মমতা।

এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার আদালতে যাবে বলেও হুশিয়ারি দেন, তিনি। পশু বানিজ্য নিয়ে শুক্রবার নতুন আইন ঘোষণা করে মোদী সরকার।

অনিয়ন্ত্রিত ও নজরদারিবিহীন পশু বানিজ্য প্রতিরোধে এ সিদ্ধান্ত বলে জানানো হয় সরকারের পক্ষ থেকে।

ভোটের রাজনীতির অংশ হিসেবে বিজেপি সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে মত দিয়েছেন সমালোচকরা।

ওয়াই/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh