• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আইএসের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে থাকবে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ মে ২০১৭, ০৮:৫০

সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) বিরোধী লড়াইয়ে রাশিয়ার পাশে থাকতে চায় ফ্রান্স।

ভার্সেই প্রাসাদে অনুষ্ঠিত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর এ আগ্রহ জানান, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তারা বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি সিরিয়া-ইউক্রেনের মতো আন্তর্জাতিক অমীমাংসিত সমস্যা সমাধানে কঠিন, তবে খোলামেলা আলোচনা হয়েছে।

পুতিন বলেন, দেশ ধ্বংস করে জঙ্গিবাদ মোকাবেলা সম্ভব নয়। জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে ইতিবাচক ফল আশা করছেন তিনি।

পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক মজবুত এবং রাশিয়ার ওপর ফ্রান্সের অবরোধ তুলে নিতে জোর দেন পুতিন।

বর্তমানে ফ্রান্স সিরিয়ার সুন্নি ও কুর্দি বিদ্রোহীদের জোটকে সামরিক সহায়তা এবং রাশিয়া বাশার সরকারকে সমর্থন দিচ্ছে।

রুশ-ফরাসি দ্বিপক্ষীয় সম্পর্কের ৩০০ বছর পূর্তি উপলক্ষে ম্যাক্রোর আমন্ত্রণে ফ্রান্সে যান পুতিন।

ওয়াই/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh