• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পানামার সাবেক স্বৈরশাসক জেনারেল নোরিয়েগা মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ মে ২০১৭, ২২:১৯

পানামার সাবেক স্বৈরশাসক জেনারেল ম্যানুয়েল অ্যান্টোনিও নোরিয়েগা মারা গেছেন। মস্তিস্কে অপারেশনের পর আবারো রক্তক্ষরণজনিত সমস্যার কারণে পানামার একটি হাসপাতালে মৃত্যু হয় নোরিয়েগার। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর।

একসময় আমেরিকার বন্ধু থেকে যুক্তরাষ্ট্রের স্বার্থে গুম-খুনের রাজত্ব গড়ে মার্কিনীদেরই চক্ষুশূল হয়েছিলেন তিনি। ১৯৮৯ সালে মার্কিন বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে।

পরে তিনি মার্কিন ও ফরাসী কারাগারে ছিলেন। শেষ জীবনেও হত্যা ও দুর্নীতির অভিযোগে পানামায় কারাবন্দি ছিলেন ম্যানুয়েল নোরিয়েগা।

মস্তিস্কে টিউমার অপারেশনের জন্য গেলো জানুয়ারিতে কারাগার থেকে তাকে মুক্তি দিয়ে গৃহবন্দি রাখা হয় পানামার সাবেক সেনা প্রধানকে। মার্চে অপারেশনের পর থেকেই ম্যানুয়েল নোরিয়েগার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh