• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ মে ২০১৭, ১২:১৭

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া। সোমবার রাতে সুলাওয়েসি দ্বীপে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬।

কম্পনের তীব্রতা এতটাই ছিল যে বাড়ি ঘর ভীষণভাবে কেঁপে ওঠে। মধ্য ইন্দোনেশিয়াতে এই সুলাওয়েসি দ্বীপ।

মার্কিন সংস্থা ইউএসজিএস-এর দেওয়া তথ্যে জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পালু শহরের ৮০ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্ব অংশে।

ভূস্পৃষ্ট থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল।
প্রত্যক্ষদর্শীদের দাবি, কম্পনের আতঙ্কে মানুষ এদিক-ওদিক দৌড়তে থাকে। প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে, এতবড় কম্পন অনুভূত হলেও এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এমনকী সুনামির সতর্কতাও জারি করা হয়নি।

এমনিতেই ইন্দোনেশিয়া প্যাসিফিক প্লেটে রিং অফ ফায়ার-এর উপর অবস্থান করে। টেকটোনিক প্লেটের সঙ্গে প্রায়ই প্যাসিফিক প্লেটের সংঘর্ষ হয়। ফলে, সারাবছরই এখানে কোনও না কোনও সময়ে ভূমিকম্প অনুভূত হয়।

এদিন এই প্রবল ভূমিকম্পের খানিক আগে অবশ্যে ফের কম্পন অনুভূত হয়েছিল সুলাওয়েসি দ্বীপে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫।

ওয়াই/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh