• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মস্কোয় ইতিহাসের সবচে’ ভয়াবহ ঝড়, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ মে ২০১৭, ১১:৩৩

রাশিয়ার রাজধানী মস্কোতে প্রচণ্ড ঝড় ও বজ্রপাতে মারা গেছেন অন্তত ১১ জন। আহত হয়েছেন কমপক্ষে ৭০।

এটি মস্কোয় একশ’ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঝড়। এতে বেশির ভাগ মানুষই মারা গেছেন রাস্তায়।

রাশিয়ার আবহাওয়া দপ্তর জানায়, সোমবার দু’ঘণ্টার স্থায়ী ঝড়ে বাতাসের গতিবেগ ছিল ১১০ কিলোমিটার।

ঠাণ্ডা আবহাওয়ার সঙ্গে উষ্ণ বায়ুমণ্ডলীর সংযোগের কারণে এ ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। গেলো সোমবার বেলা সাড়ে তিনটার দিকে মুহূর্তেই অন্ধকারে ঢেকে যায় আকাশ। এরপর প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা ঝড়ের সময় মস্কো ও আশপাশের অঞ্চলে বজ্রপাতসহ মুষলধারে হয় বৃষ্টি। উড়তে থাকে বিভিন্ন বস্তুকণা। মস্কোয় ঝড়ো বাতাসের এমন প্রচণ্ড গতি খুবই বিরল বলে উল্লেখ করেছে আবহাওয়া দপ্তর।

ঝড়ের সময় হারিকেনের মতো বাতাস প্রচুর বৃষ্টি ও শিলা বৃষ্টিও হয়েছে। বাতাসের ঝড়ো গতিতে উপড়ে গেছে এক হাজারেরও বেশি গাছপালা। মস্কোর একাডেমিচেস্কায়া, প্রফেসাইয়ুজনায়াসহ বেশ কয়েকটি এলাকায় এসব গাছ পড়ে থাকতে দেখা গেছে। তবে বিকেল থেকেই মস্কো নগর কর্তৃপক্ষ গাছ সরিয়ে নেয়ার কাজ শুরু করে। প্রায় ৩৫ হাজার পরিচ্ছন্নকর্মী এ কাজে যুক্ত হয়েছেন।

স্মরণকালের এ ভয়াবহ ঝড়ে সেখানকার অনেক ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া মস্কো উপশহরের বেশ কয়েকটি এলাকায় উল্টে পড়েছে বিদ্যুতের খুঁটি, ছিড়ে গেছে বিদ্যুতের তার।

আরকে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh