• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানের পারমাণবিক পরীক্ষা দ. এশিয়ার ক্ষমতায় ভারসাম্য এনেছে : নওয়াজ

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৯ মে ২০১৭, ২১:৫৭

পাকিস্তানের পারমাণবিক পরীক্ষা দক্ষিণ এশিয়ার ক্ষমতায় ভারসাম্য এনেছে। বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

রোববার তার এই মন্তব্য নিয়ে ভারত পাকিস্তানের মিডিয়ায় খবর প্রকাশ করা হয়।

নওয়াজ বলেন, ১৯৯৮ সালে পাকিস্তানের পারমাণবিক পরীক্ষা দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্য তৈরি করে। পারমাণবিক পরীক্ষা পাকিস্তানে আক্রমণ করতে ইচ্ছা রাখা শত্রুদের কঠিন বার্তা দিয়েছে ।

১৯৯৮ সালের ২৯শে মে প্রথমবার পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করে পাকিস্তান। এ দিনটিকে পাকিস্তানের ইতিহাসে অবিস্মরণীয় দিন বলে ঘোষণা করেন শরীফ।

তিনি আরো বলেন, পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রাম দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্য তৈরি করেছে, এটি একটি শান্তির প্রতীকে পরিণত করেছে কারণ এতে এ অঞ্চলের ছোট দেশগুলো শান্তির নিশ্বাস ফেলেছে।

নওয়াজ শরীফ বলেন, ১৯ বছর আগে আমরা আমাদের দেশের প্রতিরক্ষা অভেদ্য করে গড়ে তুলেছি। এখন আগের মতোই উৎসর্গ ও আবেগ নিয়ে দেশের অর্থনীতি শক্তিশালী ও স্থিতিশীল করে তুলবো। বর্তমান যুগে কোনো দেশের নিরাপত্তা অর্থনৈতিক স্থিতিশীলতা থেকে বিচ্ছিন্ন কিছু নয়।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh