• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সিরিয়ায় আবারো গণকবরের সন্ধান

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৯ মে ২০১৭, ১৯:৩৪

সিরিয়ার উত্তরাঞ্চলীয় তাবাকা শহরের কাছে আরো একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে শত শত মানুষের দেহাবশেষ রয়েছে। মার্কিন সমর্থিত কুর্দি যোদ্ধারা রোববার গণকবরটির সন্ধান পায়।

কুর্দি ভাষার বার্তা সংস্থা ফোরাত জানিয়েছে, গণকবরের ভেতরে শত শত মানুষকে হত্যা করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস। বার্তা সংস্থার খবর অনুযায়ী, একটি মরু এলাকায় বীভৎস্য এ গণকবরের সন্ধান পাওয়া গেছে। তাবাকা শহরটি চলতি মাসের প্রথম দিকে কুর্দি যোদ্ধারা দখল করে নেয়। শহরটি আইএস’র কথিত রাজধানী রাকা থেকে ৫৫ কিলোমিটার পশ্চিমে ইউফ্রেটিস নদীর তীরে। গণকবরের ভেতরে সিরিয়ার বহু সেনা ও সরকারি কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।

ধারণা করা হচ্ছে- ২০১৪ সালের আগস্ট মাসে আইএস’র সন্ত্রাসীরা রাকা শহর দখল করে নেয়ার পর এ গণহত্যার ঘটনা ঘটায়। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুসারে, ওই এলাকায় সিরিয়ার একটি বিমানঘাঁটি রক্ষার চেষ্টা করেছিল যেসব সেনা তাদেরকে ধরে গণভাবে হত্যা করে আইএস সন্ত্রাসীরা। ওই এলাকায় এর আগে আরো কয়েকটি গণকবরের সন্ধান পাওয়া গেছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh