• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মসুলে আইএসের ঘাঁটি নিরাপত্তা বাহিনীর দখলে (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ মে ২০১৭, ১৩:৫৫

ইরাকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সবশেষ ঘাঁটি হিসেবে পরিচিত মসুলের বেশ কয়েকটি অংশের দখল নিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।

মসুলের কয়েকটি অংশে বৃহৎ আকারে অভিযান পরিচালিত হবার পর গেলো সাত মাসের রক্তক্ষয়ী লড়াইয়ে এটিকে ব্যাপক উন্নতি বলা হচ্ছে।

শনিবারের অভিযানে মসুলের উত্তরে থাকা আল-শিফা ও রিপাবলিকান হাসপাতালে হামলা চালায় সেনা সদস্যরা।

ফেডারেল পুলিশ সদস্যরা নিয়ন্ত্রণে নেয় আল-জিনজিলি’র। আর কাউন্টার টেরোরিজম বাহিনীর সদস্যরা হামলা চালালে আল-সাহা আল-আউলা থেকে সরে যায় আইএস সদস্যরা।

এদিকে ইরাকের বেশ কয়েকটি স্থানে আটকে পড়া কয়েক হাজার বেসামরিক নাগরিকের জন্য গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।

আইএসবিরোধী চলমান লড়াইয়ে ইরাকে গৃহহীন হয়েছে কয়েক লাখ মানুষ।

ওয়াই/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh