• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ম্যানচেস্টার হামলা : সালমানের ছবি প্রকাশ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ মে ২০১৭, ১২:৩৫

ইংল্যান্ডের ম্যানচেস্টারে কনসার্টে বোমা হামলার ঘটনায় জড়িত আত্মঘাতী হামলাকারী সালমান আবেদি’র ছবি প্রকাশ করেছে পুলিশ।

ক্লোজ সার্কিট ক্যামেরা থেকে ওই ছবিগুলো পাওয়া যায়। সন্ত্রাসী এই হামলার ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন ১১ জনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

অনুসন্ধান চালানো হয়েছে ১৪টি স্থানে। পুলিশ বলছে, সোমবার হামলার দু’ ঘন্টা পরই আবেদি’র পরিচয় জানা যায়।

এদিকে সরকারের জরুরি কমিটি কোবরা’র এক বৈঠকে প্রধানমন্ত্রী থেরেসা মে, হুমকির মাত্রাকে সংকটময় থেকে কমিয়ে গুরুতর বলে উল্লেখ করেছেন।

পুলিশের সহযোগিতায় থাকা মোতায়েন করা সেনা সদস্যদের কমিয়ে আনা হয়েছে।

অন্যদিকে, হামলার পর থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি বড় অনুষ্ঠানের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে হামলার ঘটনাস্থলের ফাঁস হওয়া ছবি ও তথ্য প্রকাশ করে নিউইয়র্ক টাইমস পত্রিকা।

দেশটির এক কর্মকর্তা দাবি করেন, এগুলো ফাঁস হবার ফলে পুলিশের তদন্ত কাজকে ক্ষতিগ্রস্ত করছে এবং মার্কিন গোয়েন্দা বাহিনীর সঙ্গে পারস্পরিক আস্থা বিনিময়ের ক্ষেত্রে সংকট তৈরি করছে। ওই ছবিটিতে বোমার রক্তমাখা টুকরো, ব্যাটারি এবং বিস্ফোরক জাতীয় বস্তু দেখা যায়।

নিউ ইয়র্ক টাইমস জানায়, বোমাটি তুলনামূলক উচ্চক্ষমতাসম্পন্ন। এছাড়া হামলার বেশকিছু তথ্য মার্কিন বিভিন্ন সূত্র থেকে প্রকাশ করা হয়েছে।

এদিকে ম্যানচেস্টার অ্যারেনাতে আত্মঘাতী হামলাকারী সালমান আবেদীর বাবা এবং ভাইকে লিবিয়ায় আটক করা হয়েছে। তার আরেক ভাইকে ম্যানচেস্টার থেকেই আটক করা হয়। সব মিলিয়ে ব্রিটেনের পুলিশ মোট সাতজনকে আটক করেছে।

সালমান আবেদি

গেলো সোমবার স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে (বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টা) নাগাদ চলছিল মার্কিন পপ তারকা আরিয়ানা গ্র্যান্ডের কনসার্ট। সে সময় আচমকাই ভয়াবহ দু’টি বিস্ফোরণে কেঁপে ওঠে ঘটনাস্থল। নিমেষে ছন্নছাড়া হয়ে যায় সবকিছু। কনসার্টে উপস্থিত ছিলেন বহু কিশোর-কিশোরী।

ওয়াই/

ম্যানচেস্টার হামলার ছবি প্রকাশ, নিউইয়র্ক টাইমসের উপর ক্ষেপলো ব্রিটেন (ভিডিও)

ভেবেছিলাম বেলুন বিস্ফোরণ হয়েছে

ব্রিটেনে যত হামলা

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh