• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাজি ধরতে পারেন, উত্তর কোরিয়া সমস্যার সমাধান হয়ে যাবে : ট্রাম্প

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৭ মে ২০১৭, ০৮:৪২

উত্তর কোরিয়া সমস্যার সমাধান হয়ে যাবে, বিষয়টি নিয়ে বাজি ধরতে পারেন। বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার ইতালির সিসিলি দ্বীপের তাওরমিনা শহরে শিল্পোন্নত সাত জাতিগোষ্ঠীর শীর্ষ সম্মেলনের আগে দ্বিপক্ষীয় বৈঠেকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে এই বলে আশ্বাস দেন ট্রাম্প।

উত্তর কোরিয়াকে ‘বড় সমস্যা’ হিসেবে আখ্যায়িত করে ট্রাম্প অ্যাবেকে বলেন, এই সমস্যার সমাধান হয়ে যাবে। কীভাবে এই সমস্যার সমাধান হবে সে সম্পর্কে বিস্তারিত আর কিছু উল্লেখ করেননি ট্রাম্প।

জাপানি প্রধানমন্ত্রী বলেন, তিনি জি-সেভেন শীর্ষ সম্মেলনে উত্তর কোরিয়ার পক্ষ থেকে সৃষ্ট হুমকির ভয়াবহতা তুলে ধরবেন।

এর আগে ইতালির উদ্দেশ্যে জাপান ত্যাগের আগে শিনজো অ্যাবে সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়া শুধু পূর্ব এশিয়ার জন্য নয় গোটা বিশ্বের জন্য এক বিশাল হুমকি। এ কারণে, তিনি শিল্পোন্নত জাতিগুলোকে এ ব্যাপারে ‘কঠোর সিদ্ধান্ত’ নেয়ার আহ্বান জানান।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh