• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ফিলিস্তিন-ইসরাইলের শান্তির জন্য সব করবো: ট্রাম্প (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক আরটিভি অনলাইন

  ২৩ মে ২০১৭, ১৮:২৪

ফিলিস্তিন ও ইসরাইলে শান্তি ফিরিয়ে আনতে সবকিছু করতে প্রস্তুত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার বেথেলহেম সফরে এসে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করার পরে ট্রাম্প এ কথা বলেন।

ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে গেলো তিন বছরের মধ্যে কোনো শান্তি আলোচনা হয়নি। ট্রাম্পও স্বীকার করেন এ দু’পক্ষের মধ্যে শান্তিচুক্তি করা যে কারো জন্য সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি।

মঙ্গলবার শেষ হচ্ছে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর। গাজা ও দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিরা ট্রাম্পের ফিলিস্তিন সফরের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছে এবং ইসরাইলি কারাগারে আটক ফিলিস্তিনিদের অনশনের প্রতি সমর্থন জ্ঞাপন করেছে।

ট্রাম্প বলেন, আমি ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে একটি শান্তিচুক্তি করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্য অর্জন করতে সম্ভব সবকিছু করতে প্রস্তুত আমি।

রিয়াদে আরব-ইসলামিক-আমেরিকান সামিটে যোগ দেয়ায় মাহমুদ আব্বাসকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, আব্বাস জঙ্গিবাদ ও বিদ্বেষপ্রসূত মতবাদের বিরুদ্ধে লড়াইয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh