• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

হৃদয় ভেঙে গেছে পপ গায়িকা আরিয়ানা গ্রান্দের

আন্তর্জাতিক ডেস্ক আরটিভি অনলাইন

  ২৩ মে ২০১৭, ১৭:৩২

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ভয়াবহ সন্ত্রাসী হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ২২ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া সোমবার রাতে মার্কিন সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্র্যান্ডের কনসার্টে চালানো ওই হামলায় আরো অন্তত ৫৯ ব্যক্তি আহত হয়েছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে সারাবিশ্বে। ব্রিটেনে আসন্ন সাধারণ নির্বাচনের প্রচারণা স্থগিত ঘোষণা করেছে নির্বাচনে অংশ নেয়া সবগুলো রাজনৈতিক দল।

এ ঘটনায় শোক প্রকাশ করে টুইটারে আরিয়ানা গ্র্যান্ডে লিখেছেন, ‘আমার হৃদয়টা একবারে ভেঙে-চুড়ে গেছে, আমি অত্যন্ত ব্যথিত, কিছু বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি।’

হাজার হাজার ভক্ত-সমর্থকের উপস্থিতিতে সোমবার সন্ধ্যায় ২৩ বছরের এ গায়িকা ঠিক যে মুহূর্তে গান শেষ করেন, তার পরপরই বিস্ফোরণ ঘটে। সেখানে অনেক তরুণীরা উপস্থিত ছিলেন।

টুইটারে তার বন্ধুরাও গভীর সমবেদনা জানিয়েছেন। আরিয়ানা গ্র্যান্ডের সহশিল্পী নিকি মিনাজ টুইটার বার্তায় বলেন, ‘ঘটনাটি আমাকে অসম্ভব আঘাত করেছে। আমার বোন আরিয়ানার জন্য আমার হৃদয় ভেঙে যাচ্ছে। কষ্ট হচ্ছে নিরপরাধ মানুষগুলোর জন্য। তাদের পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা।’

বন্ধু ‘আরির জন্য সমবেদনা ফুটে উঠেছে টেইলর সুইফট ও কেটি পেরির টুইটার বার্তায়। টেইলর সুইফটের বার্তাটি ছিল, ‘আমি হতাহত ব্যক্তিদের জন্য প্রার্থনা ও কান্না করছি। সমবেদনা তাদের পরিবারের প্রতি। সবার প্রতি আমার গভীর ভালোবাসা।’ কেটি পেরি বলেন, ‘হৃদয় ভেঙে যাচ্ছে পরিবারগুলোর জন্য, হৃদয় ভেঙে যাচ্ছে আরির জন্য।’

এপি/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh