• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ধর্ষককে ধরিয়ে দেবে ‘জুতা’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ মে ২০১৭, ২৩:০৯

কোনো নারীকে ধর্ষণের চেষ্টা করলেই বৈদ্যুতিক জুতার মাধ্যমে তাকে আটক করা যাবে এবং ওই নারী নিজেকে ওই ব্যক্তির হাত থেকে রক্ষা করতে পারবেন।

এ জুতায় বিশেষ ধরনের একটি সার্কিট ও রিচার্জেবল ব্যাটারি বসানো আছে। হাঁটলেই এটা চার্জ নেবে। যে যত বেশি হাঁটবেন, জুতাও তত বেশি চার্জ ধরে রাখবে। এটাকে ‘পিয়েজোইলেকট্রিক ইফেক্ট’ বলে।

কেউ ধর্ষণের চেষ্টা করার সময় এই জুতা দিয়ে ওই ব্যক্তিকে স্পর্শ করলেই তার শরীরে ০.১ অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে। নিমেষে এ-সংক্রান্ত একটি জরুরি বার্তা স্থানীয় থানা ও ওই নারীর পরিবারের সদস্যদের মোবাইলে চলে যাবে। এতে ধর্ষণের চেষ্টাকারীকে সহজেই ধরে ফেলা যাবে।

ধর্ষণ থেকে একজন নারীকে বাঁচানোর বা ধর্ষণকারীদের হাতেনাতে ধরিয়ে দেয়ার অভিনব এ জুতা উদ্ভাবন করেছে ১৭ বছরের এক কিশোর। এ জুতার নাম দেয়া হয়েছে ‘ইলেকট্রোশু’ অর্থাৎ বৈদ্যুতিক জুতা।

নারীদের ধর্ষণ থেকে বাঁচানোর এ বৈদ্যুতিক জুতা উদ্ভাবন করেছে ভারতের হায়দরাবাদের সিদ্ধার্থ মণ্ডলা। ২০১২ সালে দিল্লিতে ‘নির্ভয়াকাণ্ড’র পর নারীদের আত্মরক্ষার জন্য কিছু একটা তৈরি করার চিন্তা মাথায় আসে সিদ্ধার্থের।

সম্প্রতি দ্য বেটার ইন্ডিয়া ডট কমে প্রকাশিত একটি প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

কে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh