• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ইয়েমেনে কলেরায় মারা গেছে ৩১৫ জন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ মে ২০১৭, ২১:১৭

ইয়েমেনে গেলো এপ্রিলের শেষ থেকে এখন পর্যন্ত কলেরায় মারা গেছে ৩১৫ জন। জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এক টুইটে সংস্থাটি বলছে, দেশটির ২২টি প্রদেশের মধ্যে ১৯টি প্রদেশে কলেরা সংক্রমিত হয়েছে ২৯ হাজার ৩০০ জন।

ইয়েমেনে কলেরার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের এমন সতর্কবার্তার একদিন পর এমন তথ্য প্রকাশ করলো ডব্লিউএইচও।

সংস্থাটির ইয়েমেনের প্রতিনিধি নেভিও জাগারিয়া বলেন, এখনি ব্যবস্থা না নেয়া হলে বছেরের শেষ দিকে প্রায় আড়াই লাখ লোক কলেরায় আক্রান্ত হবে।

তিনি বলেন, স্বেচ্ছাসেবীরা যুদ্ধের কারণে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে পারছে না। তাই রোগী সনাক্ত করতে সমস্যায় পড়তে হচ্ছে।

এর আগে গেলো সপ্তাহে বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানায় বৃহৎ আকারে কলেরা রোগী সনাক্তের পর সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

পানিবাহিত এই রোগ প্রতিরোধে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে সাহায্য সংস্থাগুলোর আরো এগিয়ে আসা উচিত বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ওয়াই/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh