• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

৫ দিনে দু’বার এভারেস্ট জয়ের রেকর্ড গড়লেন ভারতীয় নারী

অনলাইন ডেস্ক
  ২২ মে ২০১৭, ১৮:২৯

৫ দিনে দু’বার পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয়ের রেকর্ড গড়লেন ভারতীয় এক নারী। ৩৭ বছরে ওই নারীর নাম আনসু জানসেনপা। গেলো ১৬ ও ২১ মে তারিখে দু’বার এভারেস্টের চূড়া জয় করেন দুই সন্তানের ওই জননী।

নেপালের পর্যটন সংস্থার কর্মকর্তা জ্ঞানেন্দ্র শ্রেষ্ঠা জানান, আগের গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডটি ছিলো ৭ দিনের। তবে আনসু ২ দিন আগেই তা ভেঙ্গে দিয়েছেন।

ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমে জানা গেছে, রোববার সকাল পৌনে ৮টা নাগাদ প্রথম ভারতীয় মহিলা হিসেবে পঞ্চমবার এভারেস্ট জয় করলেন আনসু। প্রথম মহিলা হিসেবে দু’বার ‘ডাবল অ্যাসেন্ড’(এক অভিযানে দু’বার শীর্ষে ওঠা) এর গৌরবও অর্জন করলেন তিনি। তবে আটবার এভারেস্ট জয়ের রেকর্ড রয়েছে লাকপা শেরপার দখলে।

স্বামীর সঙ্গে পর্যটন সংস্থা চালানোর সময়, ২০১০ সালে পাহাড় চড়ার নেশা ধরে তার। উত্তর কাশীর নেহরু মাউন্টেনিয়াংরি ইন্সটিটিউটে প্রাথমিক পাঠ নেবার পরে ‘অ্যাডভান্সড কোর্স’ করেন দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউটে। ২০১১ সালে প্রথম অভিযানেই একযাত্রায় দু'বার এভারেস্ট চড়া প্রথম ভারতীয় মহিলা হিসেবে নজির গড়েন আনসু। ২০১৩ সালে তৃতীয়বার এভারেস্ট জয় করেন। পরের বছর অভিযানের সময় দুর্যোগে ১৬ জন পর্বতারোহী মারা যান। আনসুর এভারেস্ট অভিযান বাতিল হয়।

আনসুর এবারের জোড়া অভিযানে খরচ প্রায় ৩৫ লক্ষ টাকা দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, নিপকো, নুমালিগড় শোধনাগার, টপসেম, উত্তর-পূর্ব পরিষদ।

এপি /জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh