• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ইন্দোনেশিয়ায় ১৪১ জন পুরুষ যৌনকর্মী আটক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ মে ২০১৭, ১৫:১৪

ইন্দোনেশিয়ায় একটি ‘গে সেক্স পার্টি’থেকে ১৪১ জন পুরুষ যৌনকর্মীকে আটক করেছে পুলিশ। গেলো রোববার রাজধানী জার্কাতার সাওনা নামক স্থান থেকে তাদের আটক করার খবর জানায় দেশটির পুলিশ।

পুলিশ জানায়, আটকদের মধ্যে বৃটেন ও সিঙ্গাপুরের নাগরিকও রয়েছে। এদের প্রত্যেকে ১ লাখ ৮৫ হাজার রুপির বিনিময়ে ওই পার্টিতে প্রবেশ করেন।

জানা গেছে, শুধু আচেহ প্রদেশ ছাড়া ইন্দোনেশিয়ার আর কোথাও সমকামিতা অবৈধ নয়। তারপরও মুসলিম প্রধান এ দেশটিতে ক্ষুদ্র ‘এলজিবিটি’জনগোষ্ঠীকে তীব্র ঘৃনার চোখে দেখা হয়।

তবে জাকার্তা পুলিশের মুখপাত্র রাডেন আর্গো ইয়োনো বলেন, ইন্দোনেশিয়ার এন্টি পর্নোগ্রাফি আইনের আওতায় এদের আটক করা হয়েছে। তিনি আরো জানান, স্ট্রিপ-টিজিংকালে তারা হাতেনাতে ধরা পড়েন।

এর আগেও এ মাসের শুরুতে সুরাবায় শহর থেকে আরো ১৪ জন সমকামী পুরুষকে আটক করেছিল ইন্দোনেশিয়ার পুলিশ। তাদের বিরুদ্ধেও এন্টি পর্নোগ্রাফি আইনের অভিযোগ এনে তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে।

এপি/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh