• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

রোদে ডিম ভাজি (ভিডিও)

অনলাইন ডেস্ক
  ২১ মে ২০১৭, ২৩:৪৮

পুরো ভারতজুড়ে চলছে প্রচণ্ড দাবদাহ, একদম আক্ষরিক অর্থেই যেনো রোদে সবকিছু পুড়ে যাচ্ছে। তবে উড়িষ্যা রাজ্যের তিতলাগড়ের এক ব্যক্তি সেই প্রখর রোদের সুবিধা আদায় করে ডিম ভেজে নিয়েছেন।

গরমের তীব্রতা কতটুকু সেটা দেখানোর জন্য তিতলাগড়ের ওই ব্যক্তি তেলমাখানো কড়াইয়ে ডিম ছেড়ে দেন। মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই সেটি ভাজি হতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই সেটি খাওয়ার উপযোগী হয়ে যায়। তিতলাগড়রের তাপমাত্রা ৪৫.৫ ডিগ্রি ছাড়িয়েছে। স্থানীয়রা রীতিমতো অতিষ্ট এ অত্যধিক তাপমাত্রায়।

সম্প্রতি সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এ ভিডিওটি ৫০০ বার টুইট করা হয়েছে। অনেকে ব্যাপারটি বিশ্বাসই করতে চাননি।

আবহাওয়াবিদরা বলেন, তিতলাগড়ের তাপমাত্রা ৪৫ দশমিক ৫ ডিগ্রি।

এ দাবদাহে সাধারণ মানুষকে হাসফাঁস করতে দেখা গেছে। এ অবস্থায়, দুপুরের দিকে প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না বলে জানায় স্থানীয়রা। ঠাণ্ডা পানীয় ও জুসের দোকানগুলোতে ভিড় দেখা গেছে। শুধু বাসিন্দারাই নয় এর প্রভাবে পশু পাখিদের পরিস্থিতিও বেশ সংকটাপন্ন। হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে ছাতা নিয়ে বাইরে যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

গেলো বছর ভারতে হিটস্ট্রোক ও অতি মাত্রার গরমের কারণে নানা রোগে অন্তত ৭শ' মানুষের মৃত্যু হয়।

এপি / জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh