• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সৌদি সফরে হিজাব পরেননি মেলানিয়া-ইভাংকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ মে ২০১৭, ২০:০৭

২০১৫ সালের জানুয়ারি। আমেরিকান তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা সৌদি বাদশাহ আবদুল্লাহ’র শেষকৃত্যে যোগ দেন। ওই সময়কার ফার্স্টলেডি মিশেল সৌদির মাটিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েও হিজাব পরেননি।

আর এ নিয়ে কঠোর সমালোচোনা করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

গেলো বছরের শেষে নির্বাচনের জয়ের পর প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে শনিবার সৌদি আরব পৌঁছান তিনি। এদিন ফার্স্ট লেডি হিসেবে বিদেশের মাটিতে অভিষেক করলেন মেলানিয়া ট্রাম্প।

দেশটির রাজধানী রিয়াদ পৌঁছানের পর বিমানবন্দরের ছবিতে দেখা গেছে- মেলেনিয়ার মাথায় কোনো হিজাব ছিল না।

বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানসহ অন্যান্য উচ্চ পদস্থ সৌদি কর্মকর্তারা।

অন্যদিকে সাবেক এ মডেল নিজের টুইটারে একটি ছবি পোস্ট করেছেন। এতে দেখা যাচ্ছে বাদশাহী আতিথেয়তা নিচ্ছেন তিনি। এ ছবিতেও কোনো হিজাব পরেননি তিনি।

অন্যদিকে ট্রাম্পকন্যা ইভাংকা ও তার স্বামী জারেড কুশনারকে নিয়ে সৌদি আরবের এ সফরে যোগ দিয়ছেন।

টুইটারের একটি ছবিতে দেখা যায়, ইভাংকাও মেলেনিয়ার মতো হিজাব পরেননি।

যদিও মেলিনিয়া ও ইভাংকা ফুল হাতা গাউন পরেই সৌদি রাজ্যে প্রবেশ করেছেন।

সৌদি সমাজের নিয়ামানুযায়ী জনসম্মুখে নারীদের অবশ্যই বোরকা ও হিজাব পরতে হয়।

চলতি মাসের প্রথম দিকে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল সৌদি সফর করেন। ওই সময় তিনিও হিজাব পরেননি।

এর আগে আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও এ সৌদি সমাজের এ নিয়ম ভঙ্গ করেন।

সফরে সৌদি সরকারের কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বেশ কয়েকটি আরব দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকে মিলিত হবেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের সফরকে কেন্দ্র করে আরো ৫৬টি মুসলিম দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে রিয়াদে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি বাদশা সালমান। তাদের সামনে বক্তব্য দেবেন ট্রাম্প।

সফরে সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। এ সময় অন্তত ১০টি মার্কিন তেল পরিষেবা কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

সৌদি আরবের কাছে যুক্তরাষ্ট্রের ১০ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রির বিষয়ে চূড়ান্ত চুক্তির খবর আসতে পারে এ সফর থেকেই।

ট্রাম্প গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্য দেশ বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গে আলাদা বৈঠকে মিলিত হবেন।

মুসলিম বিশ্বের নেতাদে সঙ্গে সিরিয়া ইস্যু, ইয়েমেন ও ধর্মীয় উগ্রপন্থীদের বিস্তার রোধের উপায় নিয়ে আলোচনা হবে।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh